শ্রীলংকায় করোনার জন্য ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হওয়া নিয়ে ছিলো অনিশ্চয়তা। শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ।
আর ওপেনিংয়ে ব্যাটিং করতে নেমে প্রথম বাংলাদেশি হিসেবে ১৪ হাজার রানের রেকর্ড গড়লেন তামিম। প্রথম ওভারেই একটি চার হাঁকিয়ে সম্পন্ন করলেন ১৪ হাজারের রানের রেকর্ড।
এই ওয়ানডে ম্যাচে নামার আগে তামিমের সংগ্রহ ছিল ১৩ হাজার ৯৯৮ রান।
শ্রীলংকার পক্ষে প্রথম ওভার বল করতে আসেন পেসার ইসুরু উদানা। ওভারের শেষ বলে ৪ হাঁকান তামিম।
ওয়ানডেতে তামিম সংগ্রহ করেছেন ৭৪৫৬ রান। টেস্টে তার রান সংখ্যা ৪৭৮৮। টি-টোয়েন্টিতে ১৭৫৮ রান। অর্থাৎ উদানার বলে বাউন্ডারি মেরে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান স্পর্শ করেছেন তামিম।
Leave a reply