গোল্ডেন ডাক মারলেন মোহাম্মদ মিঠুন

|

ধনাঞ্জয়ার স্পিনে অধিনায়ক তামিম এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরলে ব্যাট হাতে নামেন মিঠুন। ধনাঞ্জয়ার পরের বলেই এলবিডব্লিউ হয়েছেন মিঠুন। প্রথম বল মোকাবিলা করে প্যাডেল সুইপ খেলতে গিয়ে পরাস্ত হন মিঠুন। রানের খাতা না খুলেই সাজঘরে ফিরেছেন এই মিডলঅর্ডার ব্যাটসম্যান।

তবে মিঠুনের আউটের পর ব্যাট হাতে নেমে দুর্দান্ত খেলছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অন্যপ্রান্তে শুরু থেকেই ব্যাটে-বলে মিলছে মুশফিকুর রহিমের।

লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে লিটন-মিঠুনদের ব্যর্থতায় ৯৯ রানেই ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। যদিও অপরপ্রান্তে অধিনায়ক তামিম ইকবাল ঠিকই অর্ধশতক তুলে নিয়েছেন।

দ্বিতীয় ওভারের তৃতীয় বলে দুশ্মন্ত চামিরার বলে খোঁচা দিয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন লিটন। তার ক্যাচটি প্রথম স্লিপে দাঁড়িয়ে ধরেছেন ধনঞ্জয়া ডি সিলভা।

লিটনের বিদায়ের পর উইকেটে যান কোয়ারেন্টাইন কাটিয়ে দলে ফেরা সাকিব আল হাসান। তামিম ইকবালকে নিয়ে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার। কিন্তু জুটিটা খুব বেশি বড় হয়নি। ৩৮ রান তোলার পর ভেঙেছে গুনাতিলকার বলে মাথার ওপর দিয়ে মারতে গিয়ে লং অনে সহজ ক্যাচ দিয়ে ফিরে যান সাকিব। ৩৪ বল খেলে ১৫ রান করেছেন ব্যাট হাতে ছন্দ খুঁজতে থাকা সাকিব।

দলীয় ৯৯ রানের সময় অর্ধশতক হাঁকিয়ে আউট হয়ে যান বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। ৭০ বলে ৫২ রান করেছেন তিনি। আজ অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন তামিম। প্রথম বাংলাদেশি হিসেবে ১৪ হাজার রানের ক্লাবে ঢুকে পড়েছেন বাংলাদেশ দলের এই ড্যাশিং ওপেনার।

প্রথম ওভারেই চার হাঁকিয়ে এই কীর্তিতে নাম লিখিয়েছেন তামিম। রানের খাতা এগিয়ে হাঁকান ক্যারিয়ারের ৫১-তম হাফসেঞ্চুরি। ৬৬ বলে এ অর্ধশতক পূরণ করলেন তিনি। ১ ছক্কা ও ৬ বাউন্ডারিতে অর্ধশতক সাজিয়েছেন তিনি। ২৩-তম ওভারে ধনঞ্জয়ার পঞ্চম বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে আউট হন তামিম।

এরপরের ওভারেই শূন্য রানে ফিরে যান মোহাম্মদ মিঠুন। ৯৯ রানেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকেই জুটি বেঁধেছেন মুশফিক-মাহমুদউল্লাহ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply