গণমাধ্যমকর্মীদের আইন মেনে কাজ করার আহ্বান জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তথ্যমন্ত্রী বলেন, কেউ-ই আইনের ঊর্ধ্বে নন, আইন মেনেই সব পেশাজীবীদের কাজ করতে হবে। সচিবালয়ে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিক রোজিনা ইসলামের সাথে কী ঘটেছে তা তদন্ত সাপেক্ষ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাংবাদিকবান্ধব দাবি করে তথ্যমন্ত্রী জানান, তিনিই তথ্য কমিশন গঠন করেছেন। এই কমিশনের অধীনে এক লাখ বিশ হাজার আবেদন নিষ্পত্তি করা হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, কেউ-ই আইনের ঊর্ধ্বে নন, আইন মেনেই সব পেশাজীবীদের কাজ করতে হবে। গণমাধ্যমকর্মীদের আইন মেনে কাজ করার আহ্বান জানান তথ্যমন্ত্রী। অফিশিয়াল সিক্রেসি অ্যাক্টের ব্যাপারে তথ্যমন্ত্রী বলেন এই আইন ভারত, পাকিস্তানেও বলবৎ আছে।
এনএনআর/
Leave a reply