শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে শুভসূচনা করলো টাইগাররা। কোয়ারেন্টাইন কাটিয়ে দলে ফিরে এই ম্যাচে আরেকটি কীর্তি গড়লেন সাকিব আল হাসান। ছুঁয়ে ফেললেন এক হাজার উইকেটের মাইলফলক।
কুশল মেন্ডিসকে আউট করার মধ্য দিয়ে নতুন এই মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ‘লিস্ট-এ’ ও ঘরোয়া সব ধরনের ক্রিকেট মিলিয়ে এই কীর্তি গড়লেন সাকিব।
রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৯৯৯ উইকেট নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে তার উইকেট ৫৬৯টি। বাকি ৪৩১টি ঘরোয়া ক্রিকেট ও অন্যান্য স্বীকৃত ক্রিকেটে।
বাংলাদেশের হয়ে স্বীকৃত ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড আব্দুর রাজ্জাকের। কিছুদিন আগে ক্রিকেট থেকে অবসরে গিয়ে জাতীয় নির্বাচকের দায়িত্ব নেওয়া এই বাঁহাতি স্পিনারের উইকেট ১ হাজার ১৪৫টি।
Leave a reply