বাংলাদেশি পাসপোর্টধারীদের ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশ সরকার ইসরায়েল বিষয়ে অবস্থান পরিবর্তন করেনি এবং এই বিষয়ে সহসাই অবস্থান পরিবর্তন না করার বিষয়ে অনড়।
গতকাল রোববার (২৩ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্তর্জাতিক মান বজায় রাখতেই বাংলাদেশি ই-পাসপোর্ট থেকে ‘ইসরায়েল বাদে সকল দেশ’ কথাটি বাদ দেয়া হয়েছে। এই বাদ দেয়া মানেই মধ্যপ্রাচ্য বিষয়ে বাংলাদেশের অবস্থানের পরিবর্তন নয়। বাংলাদেশ সরকার আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এবং গাজায় সাধারণ মানুষের ওপর চালানো ইসরায়েলি দখলদার বাহিনীর চালানো সহিংসতার তীব্র নিন্দা জানায়।
উল্লেখ্য, বাংলাদেশে ইস্যুকৃত নতুন ই-পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ কথাটি বাদ দিয়ে লেখা থাকছে ‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ’। এর আগে যন্ত্রে পাঠযোগ্য ও হাতে লেখা পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ কথাটি যুক্ত ছিলো।
Leave a reply