করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে আবারও বিধিনিষেধ মালয়েশিয়ায়

|

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে আবারও বিধিনিষেধ জারি করেছে মালয়েশিয়া। চলাচল নিয়ন্ত্রণে গতকাল রোববার (২৪ মে) থেকে কার্যকর হয় মুভমেন্ট কন্ট্রোল অর্ডার-এমওসি।

এক সংবাদ সম্মেলনে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জানান, সরকারি কর্মীদের ৮০ শতাংশ ও বেসরকারি কর্মীদের ৪০ শতাংশের বাড়ি থেকেই কাজ করতে হবে। মঙ্গলবার (২৬ মে) থেকে কার্যকর হবে এ সিদ্ধান্ত। এছাড়া অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানের কাজের সময়ও নির্দিষ্ট করে দেয়া হয়েছে। কড়াকড়ি বাস্তবায়নে মোতায়েন করা হবে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য।

মালয়েশিয়ায় ভাইরাসে প্রাণহানি ২ হাজার ২শ’তে দাঁড়িয়েছে। মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫ লাখ। মে মাসে দেশটিতে দৈনিক সংক্রমণ শনাক্ত হয় গড়ে ৪ হাজারের মতো। গত বুধবার থেকে দিনে করোনা আক্রান্ত শনাক্ত হয় ৬ হাজারের বেশি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply