আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগে ৪ ইউনিট বন্ধ; আহত এক শিশু

|

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগে ৪ ইউনিট বন্ধ; আহত এক শিশু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রে ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। বন্ধ হয়ে গেছে ৪টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। এ ঘটনায় আহত হয়েছে এক শিশু।

কর্তৃপক্ষ জানায়, রোববার রাতে পর পর দুটি ট্রান্সফরমার বিস্ফোরণে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের পাশে কলাবাগান এলাকার জুয়েল মিয়ার ৩ বছর বয়সী শিশুর চোখে ট্রান্সফরমারের স্প্রিন্টারের আঘাত লাগে। আঘাত গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। অগ্নিকাণ্ডের পর চারটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। মেরামতে কাজ শুরু করেছেন প্রকৌশলীরা।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply