লকডাউন চাঁপাইনবাবগঞ্জে, যান চলাচলে নিয়ন্ত্রণ

|

লকডাউন চাঁপাইনবাবগঞ্জে, যান চলাচলে নিয়ন্ত্রণ

করোনা সংক্রমণের হটস্পট হয়ে ওঠায় সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জে সাত দিনের লকডাউন চলছে। নিয়ন্ত্রণ হচ্ছে যান চলাচল।

লকডাউনে চাঁপাইনবাবগঞ্জ থেকে কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। একইভাবে রাজশাহী কিংবা নওগাঁ জেলা থেকে আসা কোনো যানবাহন জেলার সীমানায় প্রবেশ করতে পারছে না। তবে পণ্যবাহী যানবাহন চলছে। জরুরি সেবায় নিয়োজিত ছাড়া অন্যান্য যানবাহন চলাচলে নিরুৎসাহিত করা হচ্ছে। হাট-বাজার ছাড়া প্রায় সব দোকানপাট বন্ধ রয়েছে। মানুষের চলাফেরাও কমে গেছে। স্বল্প পরিসরে চলছে আমের ব্যবসা-বাণিজ্য।

কিন্তু একেবারেই উল্টোচিত্র সোনামসজিদ স্থলবন্দরে। ভারতীয় পণ্যবাহী গাড়ির সাথে আসা শ্রমিকরা ঘুরে বেড়াচ্ছেন ইচ্ছেমত। বন্দর এলাকার মানুষের সাথে তাদের অবাধ চলাফেরা দেখা গেছে। তাদের চলাচল নিয়ন্ত্রণে এখনো প্রশাসনের তৎপরতা নেই।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply