নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহি কার্গোজাহাজের ধাক্কায় যাত্রীবাহী সাবিত আল হাসান লঞ্চ ডুবে ৩৪ জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১৪ আসামি জামিনে মুক্তি পেয়েছেন। অনেকটা গোপনীয়তা রক্ষা করে বৃহস্পতিবার ও রোববার আলাদা দুটি আদালত আসামিদের জামিন দেন।
একই সাথে ১ কোটি ৮০ লাখ টাকা বন্ডের মাধ্যমে এসকেএল ৩ জাহাজটিকে মালিকের জিম্মায় দেয়ার জন্য আদেশ দেন আদালত। বুধবার জেলা ও দায়রা জজ আদালতে আসামিদের জামিন আবেদন করা হয়।
আসামিপক্ষের আইনজীবী আদালতে জানান, অভিযুক্ত জাহাজ মালিকপক্ষ লঞ্চডুবির ঘটনায় নিহত ৩০ জনের পরিবারকে জনপ্রতি ১ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে। বাকি ৪ জনের পরিবারের লোকজন ক্ষতিপূরণ নিতে রাজি হননি। এ ঘটনায় কারও প্রতি কোনো অভিযোগ নেই বলে লিখিত দিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে আদালত জামিনের আদেশ দেন।
গেল ৪ এপ্রিল মুন্সিগঞ্জগামী এমএল সাবিত আল হাসান লঞ্চটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয় এসকেএল-৩ নামের একটি কার্গো জাহাজ। এ ঘটনায় ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।
এনএনআর/
Leave a reply