হত্যাকাণ্ডের সাড়ে ৫ বছর পর রংপুরের কাউনিয়ায় খাদেম রহমত আলী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জেএমবি সদস্য চান্দু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট।
গতকাল সোমবার (২৪ মে) রাতে সাভার জেলার গেন্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। চান্দু মিয়া এই দীর্ঘ সময় ছদ্মবেশে পলাতক ছিলেন বলে জানায় এটিইউ এর পুলিশ সুপার আসলাম খান।
এসময় তিনি জানান, রহমত আলীকে ২০১৫ সালের ১০ নভেম্বর জেএমবির কতিপয় সদস্য কুপিয়ে হত্যা করে। ২০১৮ সালে আদালত ৭ জনকে মৃত্যুদণ্ড দেয়। এর মধ্যে ৬ জন আগেই আটক থাকলেও চান্দু মিয়া পলাতক ছিলেন।
মাজারপুজারি ভেবেই হত্যাকান্ড সংঘটিত করেছে বলে স্বীকার করেছে চান্দু মিয়া। সে জেএমবি’র ইসাবা গ্রুপের সদস্য। গ্রেফতার চান্দু মিয়াকে কাউনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে এন্টি টেররিজম ইউনিট।
Leave a reply