মালির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী সামরিক বাহিনীর হাতে আটক

|

সামরিক বাহিনীর হাতে আটক হয়েছেন মালির প্রেসিডেন্ট বাহ এনদাও এবং প্রধানমন্ত্রী মোক্তার উয়ান। গতকাল সোমবার (২৪ মে) আটকের পর সেনাঘাঁটিতে নিয়ে যাওয়া হয় তাদের।

দেশটির প্রতিরক্ষামন্ত্রীকেও আটক করা হয়। একইদিন প্রশাসনিক রদবদলে দুই সেনা কর্মকর্তা বাদ পড়ায় সেনাবাহিনীর এ পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে। আবারও সেনা অভ্যুত্থানের আশঙ্কা বিশ্লেষকদের। এ ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।

দীর্ঘদিন ধরেই অস্থিতিশীল মালির রাজনীতি। গত আগস্টে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার। এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলেও নিয়ন্ত্রণ মূলত সেনাবাহিনীর হাতেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply