যুক্তরাজ্যের পার্লামেন্টে উঠলো ডায়ানার সাক্ষাৎকার নিয়ে বিবিসির প্রতারণার বিষয়টি

|

এবার যুক্তরাজ্যের পার্লামেন্টে উঠলো প্রয়াত প্রিন্সেস ডায়ানার সাক্ষাৎকার নিয়ে বিবিসির প্রতারণার বিষয়টি। ঘটনাটিকে ভয়ঙ্কর বলে আখ্যা দেয়া হয় সংস্কৃতি মন্ত্রণালয়ের তরফ থেকে।

আস্থা ফিরিয়ে আনতে বিবিসিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অলিভার ডাওডেন। তবে বিবিসির বর্তমান নেতৃত্বের প্রশংসাও করেন প্রতিমন্ত্রী জন হুইটিংডেল।

জন হুইটিংডেল বলেন, সাক্ষাৎকারে প্রতারণার বিষয় তদন্তে সর্বোচ্চ সহায়তা করেছে সংবাদমাধ্যমটি। ১৯৯৫ সালে বিবিসির প্যানারোমা অনুষ্ঠানে প্রচারিত হয় প্রিন্সেস ডায়ানার আলোচিত ওই সাক্ষাৎকার যেখানে ব্যক্তি ও সাংসারিক জীবন নিয়ে অকপটে কথা বলেন ডায়ানা।

সাম্প্রতিক তদন্তে উঠে আসে সাক্ষাৎকারটি গ্রহণে প্রতারণার আশ্রয় নিয়েছিলেন সাংবাদিক মার্টিন বশির। এর দু’বছর পরই ডায়ানার মৃত্যুর সাথে সাক্ষাৎকারটির সম্পর্ক আছে বলে মনে করে তার ছেলেরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply