শেষটা আর স্বপ্নের মতো হলো না। সুইজারল্যান্ডে বিশ্বকাপ আর্চারির স্টেজ-টুতে রোমান সানা ও দিয়া সিদ্দিকীর হৃদয় ভেঙে স্বর্ণ জিতে নিলেন নেদারল্যান্ডসের অভিজ্ঞ দুই তিরন্দাজ গ্যাব্রিয়েলা শুলুসার ও সেফ ফন ডেন বার্গ।
রোববার মিশ্র ইভেন্টের ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডসের। ফাইনালে বাংলাদেশকে ৫-১ সেট পয়েন্টে হারিয়ে সোনা জেতে নেদারল্যান্ডস। পাঁচ সেটের খেলা নিষ্পত্তি হয়েছে তিন সেটেই। বাংলাদেশের দুই আর্চার নিজেদের সেরাটা দিতে পারেননি। মূলত হেরে গেছেন অভিজ্ঞতার কাছেই।
লুজানের ওয়ার্ল্ড আর্চারি এক্সিলেন্স সেন্টারে প্রথম সেট থেকেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। প্রথম সেটে বাংলাদেশের দুই তিরন্দাজ মেরেছেন যথাক্রমে ৭, ৭, ৮ ও ৮ (৩০ পয়েন্ট)। নেদারল্যান্ডসের স্কোর ৯, ১০, ৮, ৯ (৩৬ পয়েন্ট)। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় কিছুটা সফল হয়েছে বাংলাদেশ। এই সেটে দুই দলই পয়েন্ট ভাগাভাগি করেছে। দুই দলই পেয়েছে সমান ৩৫ পয়েন্ট। তৃতীয় সেটে নেদারল্যান্ডসের দুই তিরন্দাজ পেয়েছেন ৩৭ পয়েন্ট (১০, ৮, ১০, ৯)। রোমান ও দিয়ার পয়েন্ট ৩৪ পয়েন্ট (৮, ৮, ৯, ৯)।
অবশ্য ফাইনালে স্বপ্ন পূরণ না হলেও প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠে রুপা জয় করে রোমান ও দিয়া গড়েছেন নতুন ইতিহাস।
Leave a reply