Site icon Jamuna Television

মিয়ানমার জেনারেলের ওপর কানাডার নিষেধাজ্ঞা আরোপ

রাখাইনে রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞে নেতৃত্ব দেয়া মিয়ানমার সেনাবাহিনীর এক জেনারেলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা।

মেজর জেনারেল মং মং সোয়ে’কে কালো তালিকাভুক্ত করার পর শুক্রবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, কয়েক লাখ মানুষকে রাখাইন থেকে পালাতে বাধ্য করার পেছনে যারা কাজ করেছে তাদের মধ্যে সোয়ে অন্যতম। রোহিঙ্গাদের ওপর চালানো মানবতাবিরোধী অপরাধের বিষয় কানাডা নীরব থাকতে পারে না। আমরা রোহিঙ্গাসহ সব সংখ্যালঘু জাতিগোষ্ঠির অধিকারের পক্ষে সোচ্চার থাকবো।

এর আগে গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রও সোয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলো। গত আগস্ট মাসে হত্যাযজ্ঞ শুরুর সময় এবং পরের কয়েক মাস রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর কমান্ডার ছিলেন মং মং সোয়ে। পরে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে তাকে প্রত্যাহার করে নেয় অং সান সু চি সরকার।

সোয়ে’র বিরুদ্ধে একাধিক দেশ নিষেধাজ্ঞা আরোপ করলেও গত কয়েক মাসে ৯ হাজারের বেশি রোহিঙ্গাকে হত্যা ও সাত লাখ মানুষকে বাড়িঘর থেকে উচ্ছেদ করে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য করার প্রক্রিয়ায় জড়িত অন্যদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।

Exit mobile version