ইউরোপা লিগের ফাইনালে আজ বুধবার (২৬ মে) মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও ভিয়ারিয়াল। পোল্যান্ডের গদানস্কে ম্যাচটি শুরু হবে দিবাগত রাত ১টায়।
হোসে মরিনহো বহিষ্কৃত হবার পর রেড ডেভিলদের দায়িত্ব নেন ওলেগানার শুলসার। তার অধীনে এবারই প্রথম কোনো শিরোপা ঘরে তোলার সুযোগ ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে। চার বছর আগে এই ইউরোপা কাপই ছিলো ইউনাইটেডের সবশেষ কোনো ট্রফি জয়। প্রতিপক্ষ ভিয়ারিয়ালের সাথে অবশ্য এর আগের চার দেখার সবক’টি হয় গোল শূন্য ড্র।
এর আগে অবশ্য কখনই ইউরোপা না জেতা স্প্যানিশ এই ক্লাবটি মড়িয়া প্রথম শিরোপা জিততে। যেখানে ক্লাবটির কোচ এনরিকের রয়েছে টানা তিনবার এই শিরোপা জেতার অভিজ্ঞতা।
Leave a reply