নতুন দুই রেকর্ডের সামনে দাঁড়িয়ে সাকিব

|

আর একটি উইকেট শিকার করতে পারলেই দেশের জার্সিতে মাশরাফীর রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়বে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিক ইনফোর তথ্য অনুযায়ী ২১১ ম্যাচে সাকিবের শিকার ২৬৯ উইকেট। আর ২২০ ম্যাচ খেলে দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি মাশরাফির ঝুলিতে রয়েছে ২৭০ উইকেট। তবে এশিয়া একাদশের হয়ে এক উইকেট শিকার করেছিলেন ম্যাস। সেটি বিবেচনায় আসছে না। তাই দেশের জার্সিতে ২৬৯ উইকেটই ধরা হচ্ছে মাশরাফীর শিকার।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে সাকিব অন্তত্ব ১টি উইকেট পাবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষ। মাশরাফীকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি সাকিবের সামনে সুযোগ আছে পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরামকেও ছাড়িয়ে যাওয়ার।

এক ভেন্যুতে সর্বোচ্চ ১২২ উইকেটের রেকর্ডের মালিক ওয়াসিম। যে রেকর্ডে ইতিমধ্যেই ভাগ বসিয়েছেন সাকিব। এবার সুযোগ সেটিকেও ছাড়িয়ে যাওয়ার। মিরপুরে আর মাত্র ১ উইকেট পেলেই ওয়াসিম আকরামকে পেছনে ফেলে এই রেকর্ডের মালিকও হবেন সাকিব আল হাসান। এখন দেখার বিষয় লঙ্কানদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ব্যাটে বলে ঝলসে উঠতে পারে কী না মিস্টার অলরাউন্ডার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply