ডিপিএলের আগেই করোনা আক্রান্ত ৭ ক্রিকেটার

|

ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর আগেই করোনা পজেটিভ হলেন ৭ ক্রিকেটার। বিভিন্ন ক্লাবের খেলোয়াড়সহ মোট ২৬৯ জনের করোনা টেস্ট করা হয়। যথাসময়ে ডিপিএল শুরু করতে চায় বিসিবি।

গত বুধবার থেকে শুরু হয় ক্রিকেটারদের করোনা পরীক্ষা। এরই মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৯ জন, যার মধ্যে ৭ জন ক্রিকেটার রয়েছেন। বিসিবি জানিয়েছে করোনা আক্রান্ত খেলোয়াড়দের আবার পরীক্ষা করানো হবে। তাছাড়া, সময় মতো ডিপিএল শুরু করতে চায় বিসিবি।

আগামী ৩১ মে শুরু হতে যাচ্ছে ডিপিএল। টি-টোয়েন্টি ফরম্যাটে হবে এবারের আসর। যেখানে অংশগ্রহণ করছে ১২টি ক্লাব। ক্লাবগুলো প্রস্তুতি নেয়া শুরু করেছিল ঈদের পর থেকেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply