বিসিবির খরচে জৈব সুরক্ষায় রাখা হবে ঢাকা প্রিমিয়ার লিগের ১২ দলকে। তার জন্য বড় অঙ্কের বাজেট নিয়ে মাঠে নামছে বিসিবি। দলগুলোকে রাখা হবে উন্নত মানের।
করোনামুক্ত লিগ আয়োজনে উদ্দেশ্যে বিসিবির এই চেষ্টার পরও যদি কেউ জৈব সুরক্ষাবলয় ভাঙ্গে বা ভাঙ্গতে চায়, তাদের জন্য রাখা হয়েছে শাস্তির বিধান। ৩১ মে থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের জৈব সুরক্ষাবলয় ভাঙ্গলেই জরিমানা, বহিস্কার অথবা ক্লাবের পয়েন্টও কাটা হতে পারে।
সিসিডিএমের সদস্যসচিব আলী হোসেন আজ প্রথম আলোকে বলেছেন, ‘বিষয়গুলো দেখার জন্য আমাদের প্রতিনিধি থাকবে সব জায়গায়। তাঁরা যদি দেখে যে কোনো নিয়ম ভাঙা হচ্ছে, তাহলে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। দরকার হলে দলের পয়েন্টও কাটা যাবে।’
করোনাভাইরাসের মধ্যেই গত মার্চে জাতীয় লিগ দিয়ে ঘরোয়া ক্রিকেট শুরু হয়। কিন্তু ক্রিকেটার ও কর্মকর্তা মিলিয়ে ১১ জনের করোনা ধরা পড়ায় মাঝপথে লিগ স্থগিত হয়ে যায়। জৈব সুরক্ষাবলয় নিয়েও উঠেছিল প্রশ্ন। সে কারণেই এবার বিসিবির বাড়তি সতর্কতা।
Leave a reply