ভূমধ্যসাগরে পরমাণু বোমা বহনে সক্ষম বিমান- টুপোলেভ -টু টু এম থ্রি’র মহড়া চালালো রাশিয়া।
বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশ করে এ ভিডিও। বিবৃতিতে বলা হয়, বড় ভৌগলিক পরিসরে বোমা ছুঁড়তে সক্ষম নতুন বিমানটি।
প্রশিক্ষণ চলাকালে, বোমারু বিমানটির পাহাড়ায় ছিলো কয়েকটি ‘সুখয়- থার্টি ফাইভ’ ফাইটার জেট। মূলতঃ অঞ্চলটিতে রাশিয়ার প্রভাব বজায় রাখতেই সাম্প্রতিক এই মহড়া। মেইমিন বিমান ঘাঁটিতে রয়েছে বিমানগুলো।
২০১৫ সালে, সিরিয়া যুদ্ধ শুরুর সময় এখান থেকেই প্রথম অভিযান চালায় রাশিয়া। বরাবরই প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে সমর্থন যুগিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এনএনআর/
Leave a reply