ইতালিতে এটিএম মেশিন ভেঙ্গে চুরির ঘটনায় ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বুধবার (২৬ মে) অপরাধী দলটিকে ধরতে অভিযান পরিচালনা করে দেশটির পুলিশ। এ সময় অপরাধীদের ব্যবহৃত বন্দুক ও ক্যাবল জব্দ করা হয়।
এপির তথ্যানুযায়ী, ইতালি পুলিশ ধারণা করছে তিনটি অপরাধী দল এতোদিন ধরে বিভিন্ন জায়গায় অপতৎপরতা চালাচ্ছিলো। খনন যন্ত্রের মাধ্যমে এটিএম মেশিন ভেঙ্গে লক্ষাধিক ডলার চুরি করতো দুষ্কৃতকারীরা। তারপর চুরি করে ট্রাকে করে পালিয়ে যেত।
জুলাই ২০১৯ থেকে ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত পাঁচটি এটিএম ডাকাতির সাথে সম্পৃক্ততা পাওয়া যায় দলটির। সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ।
গোয়েন্দাদের দাবি, দলটি এখন পর্যন্ত প্রায় তিন লক্ষ ডলার হাতিয়ে নিয়েছে। ২০১৯ সালে সিসিলির একটি ব্যাংকে ক্যাশ মেশিন চুরির ঘটনায় তদন্ত করতে গিয়ে দলটির খোঁজ পায় তদন্তকারী কর্মকর্তারা।
ইউএইচ/
Leave a reply