আগামী সোমবার সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে গ্রাহকের জন্য চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা ফোর-জি চালু করতে অনুমোদনপ্রাপ্ত অপারেটরগুলো। এদের মধ্যে আছে রবি, বাংলালিংক, গ্রামীণফোন এবং টেলিটক। এরই মধ্যে প্রস্তুতি সেরে রেখেছে তারা। এ নিয়ে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ করা যাচ্ছে। ফোর-জির কারণে তারা কী সেবা পাবেন, সারা দেশে এই সেবা পাওয়া যাবে কি না, তা নিয়ে এখন চলছে নানা আলোচনা।
তবে এর মধ্যেই আইফোন ব্যবহারকারীদের জন্য আছে হতাশার খবর। শুরুতেই ফোর-জি সেবা পাচ্ছেন না তারা। অন্যান্য হ্যান্ডসেটের গ্রাহকেরা যখন ফোর-জি সেবা উপভোগ করবেন, তখন আইফোনের মালিকদের তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকবে না!
অপারেটরদের সাথে কথা বলে জানা গেছে, আইফোনে ফোর-জি সেবা আসতে বেশ কয়েকদিন সময় লাগতে পারে। তবে তারা চেষ্টা করছেন চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যে আইফোন ব্যবহারকারীদের কাছে ফোর-জি সেবা পৌঁছে দিতে।
মূলত, মোবাইল অপারেটরগুলোর সাথে অ্যাপলের কারিগরি কিছু বিষয় সমাধান করতেই এ সময় লাগছে।
অর্থাৎ, ফেব্রুয়ারিতে অন্যান্য ব্র্যান্ডের মোবাইল ব্যবহারকারীরা ফোর-জি সেবা পেলেও আইফোন ব্যবহারকারীরা পাচ্ছেন মার্চের শেষের দিকে!
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply