তরুণী নির্যাতনের ঘটনায় গ্রেফতার দুইজন ভারতীয় পুলিশের গুলিতে আহত

|

ভারতে তরুণী নির্যাতনের ঘটনায় গ্রেফতার হওয়া টিকটক হৃদয় ও তার সহযোগী সাগর পুলিশের গুলিতে আহত হয়েছে। বেঙ্গালুরু পুলিশ বলছে, সকালে অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ তাদের রুখতে পায়ে গুলি করে।

ভাইরাল হওয়া নারী নির্যাতনের একটি ভিডিও দেখে বৃহস্পতিবার ভারতে আটক করা হয় রিদয় বাবু, রকিবুল ইসলাম সাগর, বাবু শেখ, অখিলসহ দুই নারী কাজল ও নুসরাতকে।

হাতিরঝিল থানরায় ভুক্তভোগী তরুণীর বাবার করা একটি মামলা প্রসঙ্গে ঢাকার পুলিশ বলছে, ভারতীয় কর্তৃপক্ষের সাথে কথা বলে আসামিদের দেশে ফিরিয়ে আনা হবে।

বেঙ্গালুরু পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে, নির্যাতিত তরুণী পাচার চক্রের ফাঁদে পড়ে ভারতে যায়। ঘটনার পর থেকে ভুক্তভোগীর খোঁজ মিলছে না।

ওই তরুণীর বাবা জানান, ২০১৪ সালে ভুক্তভোগীর বিয়ে হয়েছিলো। শ্বশুরবাড়িতে অত্যাচারের শিকার হয়ে গত বছর তিনি বাবার বাড়ি চলে আসেন।

গৃহকর্মী হিসেবে সেসময় সৌদি আরব যাওয়ার জন্য এক দালালকে ৩০ হাজার টাকাও দিয়েছিলেন তিনি। তবে সৌদি যাওয়া আটকে যাওয়ার পর থেকেই ভুক্তভোগী নিখোঁজ ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply