১২ থেকে ১৫ বছর বয়সীদের করোনার ভ্যাকসিন অনুমোদন ইইউ’র

|

১২ থেকে ১৫ বছর বয়সীদের ওপর ফাইজার-বায়োএনটেকের কোভিড ভ্যাকসিন প্রয়োগে অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

শুক্রবার ইউরোপীয় মেডিসিন এজেন্সি- ইএমএ’র সংবাদ সম্মেলনে আসে এ ঘোষণা। ইইউ ব্লকে এই প্রথম কোনো করোনা টিকা শিশুদের ক্ষেত্রে ব্যবহারে সবুজ সংকেত পেলো।

ইএমএ জানায়, কিশোর বয়সীদের জন্য নিরাপদ বলে প্রমাণিত হয়েছে ফাইজারের টিকা। বড় ধরনের কোনো সাইড ইফেক্টও পাওয়া যায়নি ট্রায়ালে। প্রাপ্তবয়স্কদের মতোই তিন সপ্তাহের ব্যবধানে দু’টি ডোজ দেয়া হবে এই শিশুদের।

ইএমএ’র ভ্যাকসিন স্ট্র্যাটেজি বিভাগের প্রধান মার্কো ক্যাভালেরি বলেন, শিশুদের ওপর টিকা প্রয়োগ মহামারি মোকাবিলায় একটি বড় পদক্ষেপ। ইইউভুক্ত দেশগুলো নিজ নিজ স্বাস্থ্যবিভাগের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেবে কার্যক্রম শুরুর বিষয়ে।

এর আগে যুক্তরাষ্ট্র ও কানাডায় শিশুদের ওপর ফাইজারের টিকা প্রয়োগের অনুমোদন দেয়া হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply