বায়ার্নের ঘরের ছেলে খ্যাত ২৮ বছর বয়সী অস্ট্রিয়ান ডিফেন্ডার ডেভিড আলাবা ফ্রি ট্রান্সফারে যোগ দিচ্ছেন রিয়াল মাদ্রিদে। বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল কর্তৃপক্ষ। রিয়ালের সাথে ৪ বছরের চুক্তি হয়েছে তার।
বায়ার্ন মিউনিখের সাথে আগামী ৩০ জুন চুক্তি শেষ হচ্ছে ডেভিড আলাবার। বার্ষিক ১ কোটি ২৫ লাখ ইউরোতে তিনি যোগ দিচ্ছেন রিয়াল মাদ্রিদে। কিন্তু অন্য কোন ক্লাবে না গিয়ে রিয়ালে যোগ দেয়ায় বোনাস হিসেবেও আলাবা পাচ্ছেন এককালীন ১ কোটি ৫০ লাখ ইউরো। সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবে এরই মধ্যে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। গত ২ জানুয়ারি এই লেফট-ব্যাকের রিয়ালে যোগ দেওয়ার ব্যাপারে প্রথম খবর প্রকাশ করে মার্কা। তারা জানায়, আলাবার প্রতি আগ্রহ ছিল ম্যানচেস্টার সিটি, লিভারপুল, চেলসি এবং পিএসজিরও।
লেফট-ব্যাক ও সেন্টার-ব্যাক ছাড়াও হোল্ডিং মিডফিল্ডার হিসাবেও খেলতে পারেন বায়ার্নের হয়ে ৩৫ গোল করা আলাবা। বায়ার্ন মিউনিখের হয়ে প্রায় এক যুগ কাটিয়েছেন আলাবা। এ সময় ২টি চ্যাম্পিয়নস লিগ, ১০টি বুন্দেসলিগা ও ছয়টি জার্মান কাপসহ অনেক শিরোপা জিতেছেন বায়ার্নের হয়ে। সিনিয়র ক্যারিয়ারের প্রায় পুরোটাই জার্মান জায়ান্টদের হয়ে খেলা আলাবা ৪৩১ ম্যাচে গোল করেছেন ৩৩টি। সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ৫৫টি।
Leave a reply