কানাডায় উনিশ শতকের আদিবাসী স্কুলে ২ শতাধিক শিশুর দেহাবশেষ উদ্ধারের ঘটনায় তোলপাড় চলছে দেশজুড়ে। নিহত শিশুদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ব্রিটিশ কলাম্বিয়ার বাসিন্দারা।
কামলুপস ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুল প্রাঙ্গন থেকে শুক্রবার উদ্ধার হয় ২১৫ শিশুর দেহাবশেষ। এদের মধ্যে অনেকে ৩ বছর বয়সী ছিল। এ ঘটনা সামনে তুলে এনেছে, আদিবাসীদের ওপর দীর্ঘদিন চলা নির্যাতন ইস্যু।
২০১৫ সালে ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন কমিশনের ঐতিহাসিক রিপোর্টে বলা হয়, ক্যাথলিক চার্চের তত্ত্বাবধানে পরিচালিত স্কুলটিতে পরিবার থেকে বিচ্ছিন্ন করে জোরপূর্বক ভর্তি করা হতো আদিবাসী শিশুদের। সেখানে শারীরিক নির্যাতন, ধর্ষণসহ নানা ধরণের নৃশংসতার শিকার হতো শিশুরা। ভুগতো অপুষ্টি ও রোগবালাইয়ে। ১৯৭৮ সালে বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত ৪ হাজারের বেশি শিশু ‘কালচারাল জেনাসাইড’-এর শিকার হয়েছিল বলে ধারণা বিশেষজ্ঞদের।
এনএনআর/
Leave a reply