বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা

|

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা করছে সরকার।

দু’একদিনের মধ্যেই বিধিনিষেধ বাড়ার প্রজ্ঞাপন জারি করা হতে পারে। বিধিনিষেধগুলো আগের মতই থাকতে পারে। তবে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা স্বাস্থ্যবিধি মানার বিষয়ে আরও কঠোরতা আসতে পারে। অষ্টম দফায় গত ২৩ মে থেকে ৩০ মে মধ্যরাত পর্যন্ত লকডাউন বাড়ানো হয়।

এদিকে সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কায় সাত জেলায় লকডাউন দেয়ার সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদফতরের বিশেষজ্ঞ কমিটি। জেলাগুলোর মধ্যে আছে খুলনা, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, নওগাঁ, নাটোর ও রাজশাহী।

এর আগে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ২৪ মে থেকে চাঁপাইনবাবগঞ্জে বিশেষ লকডাউন দেয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply