বিশেষজ্ঞদের পরামর্শে খোলা হবে শিক্ষাপ্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী

|

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি।

উন্মুক্ত জায়গার চেয়ে বদ্ধ ক্লাসরুমে সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। তাই, ভেবেচিন্তে বিশেষজ্ঞদের পরামর্শে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ (৩০ মে) সকালে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের এক ওয়েবিনারে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, ১৩ জুন অন্তত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ খোলার চেষ্টা করা হবে। আর শিক্ষার্থীদের টিকাদান সম্পন্ন করে বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে বলেও জানান দীপু মনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply