আ.লীগের দুই পক্ষের সমাবেশ ঘিরে সাদুল্লাপুরে ১৪৪ ধারা

|

আ.লীগের দুই পক্ষের সমাবেশ ঘিরে সাদুল্লাপুরে ১৪৪ ধারা

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্লাপুর আওয়ামী লীগের দুটি পক্ষ একই সময় সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যা বলবৎ। এতে এলাকায় সব ধরণের সভা-সমাবেশ নিষিদ্ধ আছে। শহরের সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। হোটেল খোলা রাখার কারণে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার রাত পৌনে ১২টার দিকে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নবীনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। ১৪৪ ধারা জারির আদেশে ইউএনও নবীনেওয়াজ জানান, রোববার সকাল ১০টায় সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষ সভা আহবান করে। একই সময়ে সভা ডাক দেওয়ায় সহিংসতার আশঙ্কা দেখা দিলে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, আওয়ামী লীগের পাল্টাপাল্টি সভা আহবানে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা শহরজুড়েই অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply