আজ রাতেই আসছে ফাইজারের এক লাখ টিকা

|

পরিবহন সমস্যা সমাধান হওয়ায় আজ রাতেই আসছে ফাইজারের এক লাখ টিকা। আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে এটি জানানো হয়েছে।

এর আগে, স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানিয়েছিলেন, কোভ্যাক্স’র এক লাখ ডোজ ফাইজার টিকা আজ রোববার রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে পৌঁছাবে। এরপর স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন আজ দুপুরে জানিয়েছিলেন ফাইজারের ভ্যাকসিন আজ আসছে না। এটি পেতে দশ থেকে বারোদিন পর্যন্ত সময় লাগতে পারে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৭ মে) ঔষধ প্রশাসন অধিদফতর জরুরি ব্যবহারের জন্য ফাইজারের টিকার অনুমোদন দেয়। ওষুধ প্রশাসন থেকে এখন পর্যন্ত দেশে জরুরি ব্যবহারের জন্য চারটি করোনা টিকা অনুমোদন দিয়েছে। এর আগে অক্সফোর্ডের টিকা দেওয়া শুরু হয় ২৭ জানুয়ারি। আর গত মঙ্গলবার (২৫ মে) থেকে চীনের টিকা দেওয়া শুরু হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply