এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের হাতেই থাকা উচিত: সিইসি

|

জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের হাতেই থাকা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

আজ রোববার (৩০ মে) দুপুরে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

কে এম নুরুল হুদা বলেন, ভোটার তালিকা ও এনআইডি আলাদাভাবে কার্যক্রম পরিচালনা করলে সংকট তৈরি হবে। এনআইডি ভোটার তালিকার একটি বাই প্রোডাক্ট। এই কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিলে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকার মধ্যে জটিলতা তৈরি হবে।

সরকার বিষয়গুলো আমলে নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বলে আশা প্রধান নির্বাচন কমিশনারের। আগামীকাল সোমবারের (৩১ মে) মধ্যে কমিশনের অবস্থান জানিয়ে কেবিনেটে চিঠি দেয়ার কথা জানান কে এম নুরুল হুদা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply