সিলেটে ভূমিকম্প: শিগগিরই ঝুঁকিপূর্ণ ২২ ভবন বন্ধে ব্যবস্থা

|

দু’দিন একের পর এক ভূমিকম্পের ফলে এবার সিলেটে ঝুঁকিপূর্ণ ২২টি ভবন ব্যবহার বন্ধ এবং মালিকদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সিটি করপোরেশন।

গতকালই ভবন মালিকদের তা ব্যবহার না করার নির্দেশনা দেয়া হয়। তালিকার মধ্যে রয়েছে দুইটি বাণিজ্যিক, ৬টি শপিংমল, ১১টি আবাসিক ভবন। আছে স্কুল, আবাসিক হোটেল ও সরকারি অফিসও। শপিংমলের মধ্যে রয়েছে মধুবন মার্কেট, রাজা ম্যানশন, সমবায় ভবন ও মিতালী ম্যানশন। এগুলো সকাল থেকেই বন্ধ রাখা হয়েছে।

২০১৯ সালেই ২৪টি ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সিটি করপোরেশন। পরবর্তীতে ২টি ভেঙে ফেলা হলেও বাকিগুলো আছে আগের অবস্থাতেই।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply