ইন্দোনেশিয়ায় মাঝসাগরে যাত্রীবাহী একটি ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওয়াশিংটন পোস্টে প্রকাশিত খবরে বলা হয়, গত শনিবার (২৯ মে) স্থানীয় সময় সকাল ৭টায় দেশটির লিমাফাতোলা দ্বীপের উপকূলে মলুক্কা সাগরে এ দুর্ঘটনা ঘটে। ফেরিটি উত্তরপূর্ব ইন্দোনেশিয়ার একটি দূরবর্তী দ্বীপে যাচ্ছিল।
জানা যায়, বন্দর থেকে ছেড়ে যাওয়ার মাত্র পনের মিনিটের মাথায় কেএম কারিয়া ইন্দাহ নামক ফেরিটিতে আগুন লাগে। কর্তৃপক্ষ বলছে, যাত্রী ও ক্রু মেম্বারসহ অন্তত ২৭৪ জন আরোহী ছিলেন। যাত্রীদের মধ্যে ২২ জন শিশুও ছিলো। বার্তা পেয়ে দ্রুত উদ্ধারকাজে এগিয়ে যায় ফায়ার সার্ভিস ও স্থানীয় জেলে নৌকা। তবে এর আগেই প্রাণ বাঁচাতে অনেকে লাইফ জ্যাকেট ছাড়া ঝাঁপিয়ে পড়ে সাগরে। এ ঘটনায় এখনও একজন নিখোঁজ থাকার কথা জানিয়েছে উদ্ধারকর্মীরা। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চালাচ্ছে কর্তৃপক্ষ। তবে ধারণা করা হচ্ছে, আগুন ছড়িয়েছিল ইঞ্জিন রুম থেকে।
প্রায় ১৭ হাজার দ্বীপের সমন্বয়ে গঠিত রাষ্ট্র ইন্দোনেশিয়ায় যাতায়াতের প্রধান মাধ্যম নৌপথ। তবে নৌযানে দুর্ঘটনাও সেখানে প্রায়ই ঘটে।
Leave a reply