রাবিতে বিতর্কিত নিয়োগপ্রাপ্তদের প্রশাসন ভবনে অবস্থান

|

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিতর্কিতভাবে নিয়োগ পাওয়া ব্যক্তিরা কর্মস্থলে পদায়নের দাবিতে প্রশাসন ভবনে অবস্থান নিয়েছে। সোমবার (৩১ মে) বেলা বারোটায় উপাচার্যের সম্মেলনকক্ষে অবস্থান নেন তারা।

শিক্ষকরা জানিয়েছেন, তাদের এ অবস্থানের কারণে উপাচার্য আনন্দ কুমার সাহাসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনেক কর্মকর্তা ভেতরে আটকা পড়েছেন।

উপাচার্য আনন্দ কুমার সাহান বলছেন, নতুন নিয়োগপ্রাপ্তদের পদায়নের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের স্থগিতাদেশ রয়েছে।

উল্লেখ্য, গত ৬ মে ক্যাম্পাসে মেয়াদের শেষ দিনে শিক্ষকসহ ১৪১ জনকে বিভিন্ন পদে নিয়োগ দেন রাবির বিদায়ী উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান। পরে এ নিয়ে আলোচনা শুরু হলে শিক্ষা মন্ত্রণালয় নতুন নিয়োগগুলোকে অবৈধ ঘোষণা করে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়।

ওই নিয়োগর বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে গত ৮ মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, এ কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে কোনোরূপ সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নিয়োগপ্রাপ্তদের যোগদান এবং তদসংশ্লিষ্ট সব কার্যক্রম স্থগিত করার জন্য অনুরোধ করা হলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply