চট্টগ্রামে পুলিশের হাতে ধরা পড়েছে সংঘবদ্ধ ডাকাতদলের প্রধান নুর নবী। এই ডাকাতদল লুট করতো শুধুই সিগারেট। গ্রেফতারের সময় উদ্ধার করা হয়েছে ৩৩ লাখ টাকার সিগারেট।
এসব সিগারেটের ক্রেতা শাহজাহান ও এনায়েত উল্লাহ শান্ত নামে দুইজনকেও আটক করেছে পুলিশ। শাহজাহান ও শান্ত সম্পর্কে বাবা-ছেলে। শান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের ছাত্র।
পুলিশের দাবি, ডাকাত চক্রের মূল হোতা নুর নবীর নেতৃত্বে এ চক্রে রয়েছে ২৫ থেকে ৩০ জন। সিগারেট বিক্রি সহজ বলে তারা শুধু সিগারেট লুট করতো। গত ৭ বছরে অন্তত ১০ কোটি টাকার সিগারেট লুট করেছে এই চক্রটি।
গত ২৭ মে ভোররাতে চট্টগ্রামের পোস্তারপাড় এলাকায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির পরিবেশক খাজা ট্রেডার্সের গুদাম থেকে ৯৪ কার্টনভর্তি প্রায় ৩৩ লাখ টাকার সিগারেট লুটের ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে নুর নবীকে।
এরপরই কুমিল্লা থেকে গ্রেফতার করা হয় ডাকাতি করা সিগারেটের ক্রেতা পিতা-পুত্রকে।
Leave a reply