কণ্ঠসৈনিক আব্দুল জব্বার আর নেই

|

৭১-এর কণ্ঠসৈনিক, অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী আব্দুল জব্বার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কিডনী রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক জানিয়েছেন বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদও।

আব্দুল জব্বার ১৯৩৮ সালের ৭ নভেম্বর কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৬২ সালে প্রথম চলচ্চিত্রের জন্য গান করেন। ১৯৬৪ সালে জহির রায়হান পরিচালিত তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম রঙিন চলচ্চিত্র সংগমের গানে কণ্ঠ দেন। ১৯৬৮ সালে ‘এতটুকু আশা’ চলচ্চিত্রে আব্দুল জব্বারের গাওয়া ‘তুমি কি দেখেছ কভু’ গানটি জনপ্রিয়তা পায়। পাশাপাশি, ‘সারেং বৌ’ চলচ্চিত্রে আলম খানের সুরে ‘ও রে নীল দরিয়া’ গানটি এখনও তুমুল জনপ্রিয়।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে মুক্তিযোদ্ধাদের প্রেরণা জোগাতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ‘সালাম সালাম হাজার সালাম’, ‘জয় বাংলা বাংলার জয়’সহ অনেক জনপ্রিয় গানে কণ্ঠ দেন আব্দুল জব্বার। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮০ সালে একুশে পদক ও ১৯৯৬ সালে স্বাধীনতা পুরস্কার পান তিনি।

এদিকে, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আব্দুল জব্বারের মরদেহ কাল সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হবে প্রথম জানাজা। এর আগ পর্যন্ত মরদেহ রাখা হচ্ছে বারডেম হাসপাতালের হিমঘরে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply