বাজেটের আকার দাঁড়াচ্ছে ৬ লাখ কোটি টাকার বেশি

|

আগামী অর্থবছরের জন্য বড় বাজেট প্রস্তাব করতে যাচ্ছে সরকার। এবারের বাজেটের আকার দাঁড়াচ্ছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ টাকা। এতে ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ১১ হাজার কোটি টাকা।

অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, করোনাক্রান্তিতেও বড় আকারের এই বাজেট দেয়া হচ্ছে। এতে মোট রাজস্ব আদায় লক্ষ্য ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা। এর মধ্যে এনবিআরের আদায় লক্ষ্য ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ লক্ষ্য ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা। এছাড়া, সঞ্চয়পত্র থেকে ঋণ লক্ষ্য ৩২ হাজার কোটি টাকা।

সম্প্রতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বাজেট সম্পর্কে বলেছেন, আসন্ন ২০২১-২২ অর্থবছরের বাজেট হবে দেশের মানুষ বাঁচানোর, ব্যবসায়ী বাঁচানোর।

কোভিড পরিস্থিতিতে দেশের স্বাস্থ্যখাতে ঘিরে নানা আলোচনা-সমালোচনা দেখা যাচ্ছে। এবারের বাজেটেও স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ছে। তবে বড় ধরনের পরিবর্তনের জন্য বিশেষ কোনো পরিকল্পনা থাকছে না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply