করোনায় একদিনে সর্বোচ্চ সংক্রমণ এবং মৃত্যু হয়েছে ভারতে। ১৩০ কোটি জনসংখ্যার দেশটিতে সোমবার কোভিড রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ২৬ হাজারের বেশি। এদিন মারা গেছেন দুই হাজার ৮শ’ মানুষ।
সবচেয়ে বেশি ৮ শতাধিক মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। এছাড়া দিনে প্রায় ৫শ’ প্রাণহানি দেখেছে তামিল নাড়ু। কর্ণাটক রাজ্যে মারা গেছেন ৪শ’ মানুষ। এছাড়া শতাধিক মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, কেরালা, উত্তরপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশে।
রাজধানী দিল্লিতে কমেছে সংক্রমণ এবং প্রাণহানি। শহরটিতে দিনে মাত্র সাড়ে ৯শ মানুষের শরীরে মিলেছে প্রাণঘাতী ভাইরাসটি। মারা গেছে ৭৮ জন।
এনএনআর/
Leave a reply