Site icon Jamuna Television

সন্ত্রাসবাদের প্রভাবে মোজাম্বিকে গৃহহীন ২০ হাজারের বেশি শিশু

মোজাম্বিকে সন্ত্রাসবাদের প্রভাবে গৃহহীন ২০ হাজারের বেশি শিশু। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ৪৭ হাজারের বেশী স্থানীয় বেসামরিক নাগরিক হয়েছেন গৃহহীন।

মোজাম্বিকের উত্তরাঞ্চলীয় প্রদেশ, কাবো দেলগাদো এলাকাটি এখন আর শুধু দারিদ্র-দুর্ভিক্ষেই জর্জরিত নয়। সহিংস সংঘাত ও সন্ত্রাসবাদী আক্রমণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে অঞ্চলটি। প্রাণে বাঁচতে পূর্বপুরুষের বসতভিটা ছেড়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছে হাজারো মানুষ। বাবা-মা’র সাথে উদ্বাস্তু হয়েছে শিশুরাও। গত চার বছরে অনেক সরকারি সংগঠনকে আক্রমণ করেছে বিদ্রোহীরা। কিন্তু সম্প্রতি জঙ্গি গোষ্ঠীর হামলা থেকে নিস্তার পায়নি বেসামরিক জনগণও।

২০১৭ সাল থেকেই আফ্রিকান দেশ মোজাম্বিকে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা চলছে। মার্চের শেষে, উপকূলীয় শহর পালমায় হামলা চালায় আইএস মতাদর্শে উদ্বুদ্ধ জঙ্গিরা। এতে এখন পর্যন্ত প্রায় আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

Exit mobile version