আখাউড়ায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, রিকশা চালককে কারাদণ্ড

|

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে আব্দুল লতিফ নামে এক রিকশা চালকের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ দণ্ডাদেশ প্রদান করেন।

সাজাপ্রাপ্ত আব্দুল লতিফ উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের বাসিন্দা। স্কুলছাত্রী কিশোরী পৌর শহরের নাসরিন নবী গার্সল স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

ওই ছাত্রী জানান, প্রাইভেট পড়া শেষে দুপুরে বাড়িতে ফেরার সময় রিকশা চালক লতিফ তাকে শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ সময় তিনি পালিয়ে বাড়িতে ফিরে মায়ের কাছে বিষয়টি খুলে বলেন। পরে তার বাবা স্থানীয়দের সহায়তায় রিকশা চালককে আটক করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামের কাছে নিয়ে যান।

আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, স্কুলছাত্রীর অভিযোগে আটককৃত আব্দুল লতিফকে নিয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। সেখানে অভিযুক্ত ব্যক্তি তার দোষ স্বীকার করেন। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আব্দুল লতিফকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করা হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply