Site icon Jamuna Television

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি অধ্যাপক মনজুরুল হক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক শেখ মো. মনজুরুল হককে।

শেখ মো. মনজুরুল বিশ্ববিদ্যালয়ের হক ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক। তিনি বর্তমানে কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। আগামী ৯ জুলাই থেকে বর্তমান প্রো ভিসি আমির হোসেনের দায়িত্বের মেয়াদ শেষ হলে তিনি নতুন পদে দায়িত্ব দায়িত্ব গ্রহণ করবেন।

মঙ্গলবার (১ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে প্রকাশিত একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, শেখ মো. মনজুরুল হককে আগামী চার বছরের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Exit mobile version