ঢাকায় চার বছরে বৃষ্টিপাতের রেকর্ড

|

মঙ্গলবার (১ জুন) সকালে ঢাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদফতর বলছে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৮৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। এছাড়াও চট্টগ্রাম, নেত্রকোণাসহ অন্তত ২০টি জেলায় ভারী বর্ষণ হয়েছে। ২৪ ঘণ্টায় চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাত ছিলো ১০৩ মিলিমিটার পর্যন্ত।

ভারী এই বৃষ্টিতে ঢাকার বেশকিছু স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা। তবে এই বৃষ্টিপাতের ফলে গত কয়েকদিনের তীব্র তাপদাহ বেশ কমে গেছে। এর আগে ২০১৭ সালে রাজধানীতে ১২৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির রেকর্ড রয়েছে। চার বছর পর মঙ্গলবারই সর্বোচ্চ বৃষ্টিপাত হলো ঢাকায়।

আবহাওয়া অধিদফতরের ঘোষণা অনুযায়ী আগামী কয়েকদিন চলবে বৃষ্টিপাতের এই ধারা। সঙ্গে থাকতে পারে বজ্রপাত।

ঢাকায় বৃষ্টি মানেই জলাবদ্ধতা। ফলে আগামী চার-পাঁচ দিন শহরবাসীকে পড়তে হতে পারে জলাবদ্ধতার ভোগান্তিতে। তাছাড়া বর্ষার আগের বৃষ্টিতে বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকে অপেক্ষাকৃত বেশি। ফলে গ্রামাঞ্চলে জলাবদ্ধতার সমস্যা না থাকলেও বজ্রপাতে আক্রান্ত হবার সম্ভাবনা বাড়বে।

আপাতত কয়েকদিনের এই বৃষ্টিপাতের পর বর্ষার শুরুতে আরম্ভ হবে মৌসুমি বৃষ্টিপাত। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন বর্ষায় বৃষ্টিপাত আগের বছরগুলোর তুলনায় বাড়তে পারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply