করোনায় প্রথম মৃত্যুবিহীন দিন যুক্তরাজ্যে

|

গত বছর মার্চের পর মঙ্গলবার প্রথমবারের মতো করোনায় কোনো প্রাণহানি হয়নি যুক্তরাজ্যে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানান এ তথ্য।

তিনি বলেন, এটা নিঃসন্দেহে পুরো দেশের জন্যই আনন্দের সংবাদ। কোভিডের বিরুদ্ধে টিকা কাজ করছে বলেও সন্তোষ প্রকাশ করেন তিনি। তবে ভাইরাস মোকাবিলায় এখনও সাবধান থাকা প্রয়োজন বলেও সতর্ক করেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী।

মৃত্যু না হলেও অবশ্য মঙ্গলবার ৩ হাজার ১৬৫ জনের দেহে মিলেছে ভাইরাসের উপস্থিতি। চলতি সপ্তাহে দেশটিতে ভাইরাস সংক্রমণ তুলনামূলক বেড়েছে। অবশ্য কমেছে গুরুতর রোগীদের সংখ্যা। করোনা মোকাবিলায় নাগরিকদের দ্রুত টিকা গ্রহণের আহ্বান জানান হ্যানকক।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply