ভারতে পাচার হওয়া বাংলাদেশি নারী নির্যাতনের ঘটনায় তিন আসামি মেহেদি হাসান বাবু, মহিউদ্দিন ও আব্দুল কাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সাতক্ষীরার সীমান্তবর্তী দাবকপাড়া কালিয়ানী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে পাচারে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, একটি ডায়রি, ৪টি মোবাইল ও একটি ভারতীয় সিম কার্ড উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, মেহেদি হাসান বাবু মামলার ভিকটিমসহ এক হাজারের বেশি নারীকে পাচারের কথা স্বীকার করেছে। সে প্রায় ৮ বছর নারী পাচারের সাথে জড়িত। তার কাছ থেকে উদ্ধারকৃত ডায়রি থেকে হৃদয় বাবু, সাগর, সবুজ, ডালিম ও রুবেলের ভারতীয় মোবাইল নম্বর পাওয়া গেছে। ডায়রি থেকে উল্লেখযোগ্য সংখ্যক ভিকটিম ও পাচারকারী নাম পাওয়া গেছে।
এছাড়া মহিউদ্দিন ও কাদের ভিকটিমসহ ৫ শতাধিক ভিকটিমকে পাচারের কথা স্বীকার করেছে। তারা সীমান্তে পাচারের জন্য নির্মিত কক্ষে অবস্থানে সহায়তা ও মোটরসাইকেলে সীমান্তে ভারতীয় দালালদের হাতে তুলে দেয়ার কাজ করতো।
জানা যায়, ১২ আসামির মধ্যে ৫ জন দেশে অবস্থান করছে।
এনএনআর/
Leave a reply