প্রবল বর্ষণে বিকেএসপির তিন এবং চার নম্বর মাঠের কেবল চেহারাই নয়, প্রকৃতিও হয়েছে বিলের মতো। এখানে এখন ধরা পড়ছে বড় বড় মাছও! অবাক করা হলেও সত্যি, যে মাঠে ডিপিএলের ম্যাচ হবার কথা সেখান থেকে ধরা হয়েছে বিশাল সাইজের মাগুর মাছ! আজ (বুধবার) সকালে বিকেএসপির তিন নম্বর মাঠে এই মাগুর মাছটি ধরেছেন মাঠকর্মীরা।
বৃষ্টির কারণে মাঠে হাঁটু সমান পানি জমে থাকায় বিকেএসপিতে আপাতত ডিপিএলের খেলা বন্ধ রাখা হয়েছে। মাঠের পানি কমেনি। তার মধ্যেই দেখা গেল অভূতপূর্ব এক দৃশ্য। নড়েচড়ে উঠল বড় সাইজের মাগুর মাছ! মাছ ধরতে ব্যস্ততা বেড়ে যায় মাঠ কর্মীদের। কিন্তু এমন প্রমাণ সাইজের মাছ ধরা তো আর সহজ নয়। শেষে অনেক কষ্টে ধরা হয় সাড়ে পাঁচ কেজি ওজনের সেই আফ্রিকান মাগুর।
মাঠের কিউরেটর নুরুজ্জামান নয়ন জানিয়েছেন, শুধু একটি নয়, তিন নম্বর মাঠে ধরা পড়েছে আরো দুটি আফ্রিকান মাগুর সহ কার্ফু ও তেলাপিয়া মাছ! এসব মাছের ছবি তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার দিলে দ্রুতই তা ছড়িয়ে পড়ে সর্বত্র।
Leave a reply