করোনাভাইরাসের উর্ধ্বমূখী সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউনের সাথে চারটি শর্ত যোগ করেছে রাজশাহী জেলা প্রশাসন।
বুধবার দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা শেষে জেলা প্রশাসক আব্দুল জলিল শর্তগুলো আরোপ করেন। তিনি জানান, চলমান লকডাউনে যেসব শর্ত রয়েছে সেগুলো বিদ্যমান থাকবে। এর সাথে নতুন করে বিধি আরোপ করা হয়েছে।
সেগুলো হল-
১. সন্ধ্যা ৭টার মধ্যে সকল দোকানপাট বন্ধ করতে হবে।
২. সন্ধ্যা ৭টার পর জনসাধারণের ঘরের বাইরে বের হওয়ার নিষেধাজ্ঞা
৩. সকল ধরনের গান জমায়েত ও সভা সমাবেশ নিষিদ্ধ
৪. সকল ধরনের বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে।
রাজশাহীতে গেল ২৪ ঘণ্টায় পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৪০ শতাংশ। আগের দিন ছিল ৪২ শতাংশ।
এনএনআর/
Leave a reply