দিয়াবাড়ির অস্থায়ী জেটি থেকে ডিপোতে নেওয়া হয়েছে মেট্রোরেলের দ্বিতীয় ট্রেনের দুইটি কোচ। বুধবার সকাল ৮টায় খালাসের কথা থাকলেও রাস্তা ভালো না থাকায় দুপুরে শুরু হয় কার্যক্রম।
কয়েকদিনের বৃষ্টিতে জেটি থেকে ডিপো পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে গর্ত তৈরি হওয়ায় নির্ধারিত পথ চলাচলের অনুপযোগী ছিল। তাই জেটিতে থাকা বার্জ থেকে ট্রেনের বডি নামিয়ে বিকল্প পথে নেওয়া হয় ডিপোতে। সেখানে প্রথমে আলাদা করে প্রতিটি কোচ এবং পরে একসাথে পুরো সেট ১৯ ধাপের পরীক্ষার পর সম্পন্ন হয় পুরো প্রক্রিয়া।
এবারের অভিজ্ঞতা থেকে পরবর্তী রেল কোচ আনতে আলাদা রাস্তা বানানোর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বাকি চারটি কোচ নেয়া হবে বৃহস্পতিবার। আর চলতি মাসের ১৩ তারিখ জাপানের ওবে বন্দর থেকে রওনা হবে মেট্রোরেলের তৃতীয় কোচের সেট।
এনএনআর/
Leave a reply