Site icon Jamuna Television

চীনে প্রথমবার বিরল প্রজাতির বার্ড ফ্লু শনাক্ত মানব শরীরে

চীনে প্রথমবার বিরল প্রজাতির বার্ড ফ্লু শনাক্ত মানবশরীরে

চীনে এই প্রথম বিরল এক প্রজাতির বার্ড ফ্লু শনাক্ত হয়েছে মানব শরীরে। জিয়াংশু প্রদেশে আক্রান্ত ওই ব্যক্তিকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।

মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমেই এ খবর জানানো হয়। বলা হয়, এপ্রিলের শেষ দিকে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন ৪১ বছর বয়সী এক ব্যক্তি। পরে জিনোম পরীক্ষার মাধ্যমে তার শরীরে বার্ড ফ্লু’র H10N3 স্ট্রেইন শনাক্ত হয়।

এর আগে, বিচ্ছিন্নভাবে মানবশরীরে বার্ড ফ্লু শনাক্ত হলেও কখনো এ প্রজাতিটি মানুষের দেহে পাওয়া যায়নি। ওই ব্যক্তি কীভাবে আক্রান্ত হলেন, তা জানায়নি চীনা গণমাধ্যম। তবে বলা হচ্ছে আক্রান্ত ওই ব্যক্তির সংস্পর্শে আসা সবাইকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কর্তৃপক্ষের দাবি, ভাইরাসটি দ্বারা অন্যদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে এমনিতেই বিশ্বজুড়ে চাপের মুখে রয়েছে চীন।

এনএনআর/

Exit mobile version