Site icon Jamuna Television

শ্রীলঙ্কায় জাহাজে অগ্নিকাণ্ড; মাঝসাগরে ছড়িয়ে পড়ছে বিপুল পরিমাণ রাসায়নিক

শ্রীলঙ্কায় মাঝসাগরে অগ্নিকাণ্ডের শিকার জাহাজ থেকে বিপুল পরিমাণ রাসায়নিক ছড়িয়ে পড়ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এতে ভয়াবহ পরিবেশ দূষণের কবলে পড়বে দ্বীপ দেশটি।

বিশেষ করে, মাছ ধরার জন্য বিখ্যাত জায়গাটির জীববৈচিত্র্যে ক্ষতির শঙ্কা তাদের। এরইমধ্যে উপকূলে ভেসে এসেছে বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য। সেগুলো পরিষ্কারে কাজ করছে শত শত সেনা।

এদিকে ঘটনাস্থলের আশপাশের ৮০ কিলোমিটার এলাকায় মাছ ধরা নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। কার্গো জাহাজটি ২৫ টন নাইট্রিক এসিডসহ অন্যান্য রাসায়নিক বহন করছিলো। আগুনে কন্টেইনার পুড়ে যাওয়ার পর ক্ষতিকর এসব দ্রব্য ছড়িয়ে পড়ছে সাগরে।

গত ২০ মে দেড় হাজার কন্টেইনারবাহী জাহাজটিতে আগুন লাগে। ২৫ মে সব ক্রু-কে সরিয়ে নেয়ার পর উদ্দেশ্যহীনভাবে সাগরে ভাসছে জাহাজটি।

এনএনআর/

Exit mobile version