চীনের একটি অভয়ারণ্য থেকে পালিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বুনো হাতির পাল।
বনবিভাগের বিবৃতি অনুসারে, মধ্য এপ্রিল থেকে ৫০০ কিলোমিটার এলাকা অতিক্রম করেছে হাতিগুলো। পথে ৫৬ হেক্টর বিস্তৃর্ণ ফসলের ক্ষেত, জলাধার ধ্বংস করেছে। তছনছ করেছে মানুষের ঘরবাড়ি-স্থাপনা। যার অর্থমূল্য দাঁড়ায় ১০ লাখ ডলারের বেশি। বর্তমানে ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের কাছাকাছি রয়েছে প্রাণীগুলো।
শহরটিতে ৭০ লাখ মানুষের বসবাস। হাতির দলকে ঠেকাতে পথে-পথে রাখা হচ্ছে খাবার ও পানি। কোন প্রাণহানির খবর না মিললেও ক্ষয়ক্ষতি এড়াতে বহু মানুষকে সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে।
বনবিভাগের কর্মীরা, হাতির দলটিকে অভয়ারণ্যে ফেরাতে কাজ করছে।
এনএনআর/
Leave a reply