চীনের হেইলুংচিয়াং প্রদেশে টর্নেডোর আঘাতে মারা গেছে ১ জন, গুরুতর আহত হয়েছে আরও ১৬ নাগরিক। গত মঙ্গলবারের (১জুন) এ দুর্যোগে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে আড়াই শতাধিক মানুষকে।
আবহাওয়া অফিস থেকে জানানো হয়, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় শুরু হয় বজ্রসহ বৃষ্টিপাত। এ সময় স্থানীয় চারটি এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ঝড়টি। সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে সাংঝি শহর। ঘূর্নিঝড়ে গাছ উপড়ে, কয়েকশ বাড়িঘরের ক্ষতি হয়েছে। শুধু তাই নয়, বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগও। ভেঙ্গে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত এলাকা মেরামতে কাজ করছে কতৃপক্ষ।
টর্নেডোতে প্রাথমিকভাবে অর্থনৈতিক ক্ষতি ধরা হয়েছে প্রায় আট লক্ষ ডলার। উল্লেখ্য, গত মাসে চীনে পরপর দুটি ভয়ংকর টর্নেডোর আঘাতে অন্তত ১২ জন নিহত হন।
Leave a reply